যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:০০ পিএম
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্বর্ণের দুটি বারসহ আটক হয়েছেন এক যুবক। প্রবা ফটো
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ গ্রামের বাসিন্দা মেহেদী হাসানের গন্তব্য ছিল ভারত। রুট ছিল সড়ক পথে বেনাপোল স্থলবন্দর। ইমিগ্রেশন পার হতে গিয়ে শুল্ক গোয়েন্দার হাতে ধরা পড়লেন তিনি। তার পায়ুপথে পাওয়া গেল ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে মেহেদী হাসানের শরীর স্ক্যানিং করে তার পায়ুপথে স্বর্ণের বার থাকার বিষয়টি নিশ্চিত হন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ স্বর্ণ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণ পাচারের উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে এমন এক যাত্রী ভারত যাচ্ছে– শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা খবর পেয়ে অভিযান পরিচালনা করেন। সন্দেহজন মেহেদী হাসান নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন।
বেনাপোল শুল্ক গোয়েন্দা সুপার কামাল হোসেন জানান, ওই যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।