× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রতিদিনের বাংলাদেশ’-এ সংবাদ প্রকাশিত হওয়ার পর খালের বাঁধ অপসারণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:২৮ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবাদ প্রকাশিত হওয়ার পর খালের বাঁধ অপসারণ করা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবাদ প্রকাশিত হওয়ার পর খালের বাঁধ অপসারণ করা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে ‘খালের এক কিলোমিটারে তিনটি বাঁধ’ শিরোনামে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার আট দিন পর দ্রুত খালের বাঁধ অপসারণ করা হয়েছে। খালের বাঁধ অপসারণের ফলে স্থানীয় কৃষকরা অনেক উপকৃত হয়েছে বলে জানিয়েছেন।

উপজেলার ভাদুর ইউনিয়নে সুধারাম সরকারি খালের এক কিলোমিটার অংশে তিনটি বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের কারণে মধ্য ভাদুর, উত্তর গ্রাম, পশ্চিম ভাদুর ও কেথুড়ি গ্রামের তিনশত একর কৃষি জমিতে চাষাবাদ হুমকির মুখে পড়েছে। তাই গত ২০ জানুয়ারি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘খালের এক কিলোমিটারে তিন বাঁধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 


সংবাদ প্রকাশের ৯ দিনের মধ্যে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপনির্বাহী প্রকৌশলী গকুল চন্দ্র পাল সরেজমিনে উপস্থিত হয়ে খালটি অপসারণ করেন।

সংবাদ প্রকাশের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ২১ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে পূর্ণাঙ্গ তদন্ত করেন। খালের বাঁধ অপসারণ করায় পানির প্রবাহ ফিরে আসায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় কৃষক বিল্লাল হোসেন ও সেলিম মিয়া জানান, পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত খালের বাঁধ অপসারণ করা হয়। আমরা খুশি যে বাঁধ অপসারণ আমাদের অনেক উপকৃত হয়েছে। পানির অভাবে প্রতি বছর কৃষি কাজ ব্যাহত হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, ‘আমার আমলে খালটিতে কেউ বাঁধ দিতে পারেনি। আগের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় হয়েছে। আমি কৃষকদের স্বার্থে এটি অপসারণ করতে চেয়েছিলাম। সেজন্য এটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অবশেষে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের ৮ দিন পর খালের বাঁধ অপসারণ করা হয়। এতে ফসলি জমি রক্ষায় স্থানীয় কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে না।’

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপনির্বাহী প্রকৌশলী গকুল চন্দ্র পাল বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে অবৈধ নির্মাণসহ খালের পানি প্রবাহে কোনো বাধা সৃষ্টি হলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘খালের এক কিলোমিটারে তিনটি বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরটি দেখে পরের দিন পরিদর্শনে যাই। এরপর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে খালের বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এখন ফসলি জমি সুরক্ষিত হয়েছে এবং স্থানীয় কৃষকরা অনেক উপকৃত হয়েছেন। জনদুর্ভোগের খবর প্রকাশ করার জন্য সাংবাদিকসহ প্রতিদিনের বাংলাদেশের সকল পরিবারকে ধন্যবাদ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা