× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৮ পিএম

ধর্ষণ মামলার প্রধান আসামি রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জোবায়ের হোসেন। প্রবা ফটো

ধর্ষণ মামলার প্রধান আসামি রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জোবায়ের হোসেন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। ঘটনার আট দিন পর রবিবার (২৮ জানুয়ারি) থানায় মামলা করেছেন গৃহবধূর মা। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

মামলার প্রধান আসামি রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জোবায়ের হোসেন। উপজেলার চরআলগী ইউনিয়নের খোরশেদ আলমের বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে তিনি। অপর আসামি হলেন একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে সাহাদাত হোসেন।

গৃহবধূ বলেন, চার মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। ২০ জানুয়ারি দুপুরে শাশুড়ির অসুস্থতার খবর পেয়ে বাবার বাড়ি থেকে পাশের গ্রামে শ্বশুরবাড়িতে হেঁটে যাচ্ছিলেন। পথে চরআলগী ইউনিয়নের চরসেকান্দর এলাকায় পৌঁছলে জোবায়ের তার পথরোধ করেন। তারপর তাকে তুলে ব্যক্তিগত অফিসে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। এ সময় সাহাদাত হোসেন বাইরে থেকে পাহারা দিয়ে জোবায়েরকে সহযোগিতা করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে গৃহবধূর অভিযোগ।

তিনি বলেন, জোবায়েরের বিরুদ্ধে এর আগেও এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জোবায়ের। তিনি বলেন, ‘ওই গৃহবধূ শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে আমি শুনেছি। এ ঘটনায় আমি জড়িত না। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটা পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা