× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার পেল ২৭০ শিক্ষার্থী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ পিএম

ফেনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার পেল ২৭০ শিক্ষার্থী

ফেনীতে স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার পেল ২৭০ শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় ফেনী সদর উপজেলার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৭টি ইভেন্টে অংশ নেয়। ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা-কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহম্মদ ফয়েজ, ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলমগীর চৌধুরী। এ ছাড়া সভায় অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, ‘শিক্ষার সঙ্গে খেলাধুলা ওতপ্রোতোভাবে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের খেলাধুলা বাড়ানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি উদ্যোগ গ্রহণ করে সদর উপজেলার প্রত্যেক স্কুলে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছেন। যারা খেলাধুলা করবে না তারা উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দক্ষ কারিগর হবে ভালো শিক্ষার্থী ও ভালো খেলোয়াড়। এসব খেলার মাধ্যমে তৃণমূল থেকে শিক্ষার্থীরা তাদের প্রতিভা দেখাতে পারছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে। ফেনী সদর উপজেলায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমগুলো প্রতিনিয়ত করা হবে।’

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ বলেন, ‘এবারের প্রতিযোগিতায় একক অ্যাথলেটিক্সে বালক বড় গ্রুপে ১৪টি ইভেন্ট, বালক মধ্যম গ্রুপে ৯টি, বালক বড় গ্রুপে ৯টি ও বালিকা মধ্যম গ্রুপে ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় দলীয় পর্যায়ে শিক্ষার্থীরা হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও সাইক্লিনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা