× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকার নির্বাচনী প্রচারে ৫ টাকা দেওয়া সেই কামবালাকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৭:৫৩ পিএম

কামবালার বাড়িতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রবা ফটো

কামবালার বাড়িতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রবা ফটো

গেল জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারে অংশ নেওয়া ৯২ বছর বয়সি সেই কামবালাকে উপহার নিয়ে দেখতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার (২৮ জানুয়ারি) সকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে কামবালার বাড়িতে তার খোঁজখবর নিতে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রীকে দেখে কামবালা বলে ওঠেন, ‘মুই খুব খুশি হইচ্চি, মোর ব্যাটা মুক দেখিবার আইচ্চে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে নির্বাচনী এক পথসভায় কামবালা শতশত মানুষের বাধা উপেক্ষা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেসময় প্রতিমন্ত্রীকে পাঁচ টাকার একটি নোট উপহার দেন তিনি। কামবালা প্রতিমন্ত্রীকে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিতে অনুরোধ করেন। এই টাকা নির্বাচনে ব্যয় করার কথা বলেন। এর বাইরে অন্যদের কাছেও নৌকার পক্ষে ভোট চান এই বৃদ্ধা।

এবার নির্বাচনে বিজয়ের পর দ্বিতীয়বারের মতো নৌপ্রতিমন্ত্রীর দায়িত্ব পান খালিদ মাহমুদ চৌধুরী। ভোটের পর প্রথমবারের মতো নিজ বাড়িতে এসে আজ সকালে ছুটে যান কামবালার গ্রামের বাড়ি গোদাবাড়ীতে।

কামবালার ছনের ঘরের সামনে নৌপ্রতিমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন কামবালা। এ সময় তার ঘরের সামনেই তাকে একটি শাল, শাড়ি, শীতের পোশাক সোয়েটার ও কামবালার বাধাই করা দুটি ছবি উপহার দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া কামবালার ছেলের স্ত্রীকেও উপহার দেন তিনি।

এ সময় কামবালা প্রতিমন্ত্রীকে বলেন, ‘বেটা তুই মোর বাড়িত আইচ্চি, মুই খুব খুশি হইচু, মোর ঘড়ত বসিবার জায়গা নাই, আগিনাত বস। মোড়তায় এত কিছু আনিবার কী দরকার ছিল।’

উত্তরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি তো ছেলের মতই, তাই দেখিবা আইচ্চু।’

পরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচনের আগে এই এলাকায় একটি পথসভায় যখন আসলাম, তখন হাজার হাজার মানুষের ভিড় উপেক্ষা করে এই নব্বই-ঊর্ধ্ব কামবালা আমার কাছে পৌঁছান। তখন তিনি একটি পাঁচ টাকার নোট উপহার দিয়ে আমাকে বলেন- নৌকায় ভোট দিতে। এই পাঁচ টাকা নির্বাচনের খরচ হিসেবে কাজে লাগাতে।’

তিনি আরও বলেন, ‘আমি ছোট সময় থেকে নির্বাচনের প্রচার-প্রচারণায় কাজ করেছি। কিন্তু একজন ভোটার আমার কাছে (নৌকার প্রার্থীর কাছে) ভোট চেয়েছে, এই অভিজ্ঞতা প্রথম। নব্বই-ঊর্ধ্ব একজন মহিলা নৌকার প্রার্থীর কাছে নৌকার ভোট চাইছেন, নির্বাচনী খরচ দিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ। আমি যখন নির্বাচিত হয়েছি; তখনই ঠিক করেছিলাম, কামবালার বাড়িতে যাব। আজকে আসলাম, আসার পরে উনার ব্যবহারে আমি আরও মুগ্ধ।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি হচ্ছেন এই নির্বাচনে সবচেয়ে পবিত্র এবং দামি ভোটার। এই রকম একজন মানুষ যখন একজন প্রার্থীকে আশীর্বাদ দেয়, তখন সৃষ্টিকর্তা তার দিকে চোখ তুলে তাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে কাজ করছেন, এটা নব্বই-ঊর্ধ্ব একজন মানুষের মধ্যে প্রতিফলিত হয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এর সাক্ষী হয়ে আছেন কামবালা। সেই যে বঙ্গবন্ধুকে ভালোবেসেছে, নৌকাকে ভালোবেসেছে। আজকে নব্বই বছরেও বার্ধক্য উনাকে হার মানাতে পারেনি। বার্ধক্য উপেক্ষা করে তিনি নৌকা মার্কার প্রচারণা সভায় অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা।’

পরে প্রতিমন্ত্রী বিরলের ধর্মপুরে জাতীয় চারণকবি উৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা