× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম

উপজেলার আন্দার মানিক এলাকায় হ্যামকো লেদারস লিমিটেড নামক জুতা তৈরির কারখানার শ্রমিকরা আন্দোলন করেন। প্রবা ফটো

উপজেলার আন্দার মানিক এলাকায় হ্যামকো লেদারস লিমিটেড নামক জুতা তৈরির কারখানার শ্রমিকরা আন্দোলন করেন। প্রবা ফটো

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলন করেছে একটি জুতা তৈরির কারখানা শ্রমিকরা। পরে শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার আন্দার মানিক এলাকায় হ্যামকো লেদারস লিমিটেড নামক জুতা তৈরির কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ কোনো বেতন গ্রেড মানে না। সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না করে আগের মতো করেই ৭ হাজার টাকা বেতন দিচ্ছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে ৭ হাজার টাকায় ঠিকমতো সংসার চলে না। কোনো মতে খেয়ে না খেয়ে, বেঁচে থাকি। 

নাম প্রকাশে অনিচ্ছুক হ্যামকো লেদারস লিমিটেড কারখানাটির একজন নারী শ্রমিক বলেন, ‘আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি না। সন্তানদের শিক্ষা ও থাকার জায়গা এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা করতে আমাদের সামান্য বেতনে করা সম্ভব হয় না। আমরা তো কোনো মতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য হলেও আমাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন।’ 

কারখানাটির এইচআর অ্যাডমিন ম্যানেজার সানিউল ইসলাম বলেন, ‘আমরা জুতা শিল্পের সঙ্গে পোশাক শিল্পের তুলনা করলে হবে না। আমরা শ্রমিকদের কথা বিবেচনা করে বর্তমান বেতনের সঙ্গে ১ হাজার ২০০ টাকা বেতন বৃদ্ধি করেছি। সরকার যদি গেজেট প্রকাশ করে তাহলে আমরা সরকার ঘোষিত বেতনই শ্রমিকদের প্রদান করব।’

গাজীপুর জেলা শিল্প পুলিশের এডিশনাল এসপি দিপক মজুমদার বলেন, ‘শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছে। এ বিষয়ে মালিক শ্রমিক উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা