× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংড়ায় যুবলীগের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২২:০২ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম

নাটোরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

নাটোরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

নাটোরের সিংড়ায় যানবাহন থেকে শ্রমিক লীগ নেতাদের ‘চাঁদাবাজির প্রতিবাদে’ প্রকাশ্যে অস্ত্র হাতে বিক্ষোভ-মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শ্রমিক লীগের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা চলে যায়। ইতোমধ্যেই প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রায় অর্ধশত বিক্ষোভকারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি। তিনি বলেন, ‘সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা ও সেক্রেটারি রঞ্জু আহমেদ এই দুজন বছরের পর বছর সিংড়ার সিএনজিচালকদের চুষে খাচ্ছেন। তারা একটি সমিতি তৈরি করে নিয়মিত চাঁদাবাজি করছেন। প্রতিদিন তারা প্রতিটি সিএনজি থেকে ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করেন।’

তিনি আরও বলেন, ‘সিএনজিচালকরা ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করেছেন। আমিও সেখানে ছিলাম।’

মিছিলে সকলের হাতে অস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সমর্থকরা মনে করেছিল আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা এগুলো নিয়ে এসেছিল।’

এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিংড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ বলেন, ‘আমাদের সমিতি সরকার অনুমোদিত। এত দিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন বিক্ষোভকারীরা বিনা কারণে উস্কানি দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন আমি পালিয়ে আছি।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমরাও নৌকার ভোট করেছি। আমাদের প্রতিবেশী স্বতন্ত্র প্রার্থী থাকায় আমাদের আত্মীয়স্বজন অনেকেই তার পক্ষে ভোট করেছেন।’ সেই রাগে তারা এমন কর্মকাণ্ড করছেন বলে তার অভিযোগ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এ ঘটনা ঘটে।’ অস্ত্রসহ মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

পৌর মেয়র দুই পক্ষকে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এ ঘটনায় পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা