× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আরও বড় হতে পারে : মুক্তিযুদ্ধমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ২১:৩৪ পিএম

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র আরও বড় হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে পারি। তাই নির্বাচনের সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে নিয়ে একত্রে এগিয়ে যেতে হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার উত্তরপাড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দলকে আবার সুসংগঠিত করে তুলতে হবে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচনের সময় গাজীপুর-১ আসনের সব পাড়া-মহল্লায় গিয়ে লক্ষ করেছি, কিছু জায়গা উন্নয়নবঞ্চিত হয়েছে। ওই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে জনগণের সহযোগিতায়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই ও যেসব এলাকায় ব্রিজ কালভার্ট হয়নি, সেইগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতসময় যেন করতে পারি তার চেষ্টা করব।’

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু বৃহৎ পরিকল্পনা রয়েছে। কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল পার্ক করা হচ্ছে। বঙ্গবন্ধু ডিজিটাল পার্কের কাজ দ্রুত চলছে। এক দেড় বছরের মধ্যে তিন লাখ লোকের কাজের ব্যবস্থা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আখি আলমগীরসহ স্থানীয় কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা