× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ পিএম

কনকনে ঠান্ডায় অসহায় শীতার্ত মানুষদের সাহায্য করতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রবা ফটো

কনকনে ঠান্ডায় অসহায় শীতার্ত মানুষদের সাহায্য করতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রবা ফটো

কনকনে ঠান্ডায় অসহায় শীতার্ত মানুষদের সাহায্য করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করলেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সুরমা চা-বাগানের ৭ নম্বর বস্তি, ৮ নম্বর বস্তি, ২০ নম্বর বস্তি, সদরসহ বেশ কয়েকটি স্থানে গিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩৩০টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল।

সুরমা চা-বাগানের শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, এর আগে কখনও কোনো সরকারি কর্মকর্তাকে দেখিনি এভাবে রাতের আঁধারে দরিদ্র মানুষকে সাহায্য করতে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বলগুলো যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে, সেটা নিশ্চিত করার জন্য আমি রাতে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নূর মামুন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এরশাদ আলী, সিনিয়রসহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বনাথ, সদস্য রামকৃষ্ণ, লতিফ হোসেন মেম্বার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা