× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে নেসকোর কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রংপুর অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:৪০ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:১৫ পিএম

সরকার ঘোষিত প্রণোদনা ও ভাতা প্রদানের দাবিতে রংপুরে নেসকোর কর্মচারীদের বিক্ষোভ। প্রবা ফটো

সরকার ঘোষিত প্রণোদনা ও ভাতা প্রদানের দাবিতে রংপুরে নেসকোর কর্মচারীদের বিক্ষোভ। প্রবা ফটো

সরকার ঘোষিত প্রণোদনা ও ভাতা প্রদানের দাবিতে রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মচারীদের বিক্ষোভ মিছিল।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নেসকো কার্যালয় চত্বর থেকে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ব্যানারে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

মিছিলে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সংগঠনের সহসভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠক তরিকুল ইসলাম, আব্দুল আজিজ, নীহার রঞ্জন চৌধুরী, মাহতাব ফজর আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, গত ২০২৩ সালের জুলাই মাস থেকে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রণোদনা ও প্রতি বছর কর্মদক্ষতা ভাতা প্রদানের ঘোষণা দেন সরকার। যা ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। তবে নেসকোর পরিচালন বিভাগের গাফিলতির কারণে বিদ্যুৎ বিভাগের প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারী সরকার ঘোষিত এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায়ে কর্মচারীরা গত তিন দিন ধরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ কর্মসূচি পালন করেছে। আগামী রবিবারের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন কর্মচারীরা। 

এ বিষয়ে নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জিয়াউল ইসলাম বলেন, এ বিষয়টি নেসকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা