× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি প্রকল্পের ৪০ দিনের মজুরি পাননি ২৪০০ শ্রমিক

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১২:৪৫ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ পিএম

খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের শ্রমিকরা। প্রবা ফটো

খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের শ্রমিকরা। প্রবা ফটো

দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইজিপিপি প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির কাজ দুই সপ্তাহ আগে শেষ হয়েছে। কিন্তু উপজেলার ছয় ইউনিয়নের ২ হাজার ৪০২ জন শ্রমিকের ৪০ দিনের হাজিরার টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। 

শ্রমিকরা জানান, এই প্রকল্পের কাজ শেষ হয় ৮ জানুয়ারি। প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ হওয়ার দুই সপ্তাহ পার হলেও মজুরি পাননি তারা। মজুরি না পেয়ে হতাশ তারা।  

কর্মসৃজন প্রকল্পের ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের সর্দার শাহিনুর ইসলাম বলেন, ‘শ্রমিকরা ফোন করে জানতে চায় কবে টাকা দেবে। তাদের চাপে এখন ফোন ধরা বন্ধ রেখেছি। চেয়ারম্যান-মেম্বাররাও বলতে পারেন না কবে দিবে এই টাকা।’ 

বিনত নামের এক শ্রমিক বলেন, ‘দিনের আয় দিয়ে আমাদের সংসার চলে। কাজ শেষ করেছি প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেল। কিন্তু এখনও টাকা পাইনি। ইজিপিপি কর্মসূচির টাকা না পেয়ে ধারদেনা করে চলছি।’ 

এক নারী শ্রমিক বলেন, আমরা গরিব মানুষ, দিন মিলাই দিন খাই আর কত হাত পেতে চলব, ধারদেনায় পড়ে গেছি। সরকারের কি এতই অভাব, আমাদের দিন আনি দিন খাওয়া মানুষের টাকা আটকে রাখছে।

প্রকল্প বাস্তবায়ন(পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের ৫৪টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার ৩৪৮ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মজুরি পাবেন। প্রত্যেক ওয়ার্ডে একজন করে ৫৪ জন সর্দার দৈনিক ৪৫০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা পাবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, ‘শ্রমিকদের বিল দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই শ্রমিকরা বিল পাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা