× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি নই, রাষ্ট্রীয় সুযোগসুবিধা পাক জনগণ : বিপ্লব হাসান পলাশ এমপি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ০১:২০ এএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১০:৩৬ এএম

চিলমারী উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। প্রবা ফটো

চিলমারী উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। প্রবা ফটো

নিজের জন্য নয়, সংসদীয় এলাকার সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় সুযোগসুবিধা চান কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় কোনো সুযোগসুবিধা আমি চাই না। আমি চাই আমার সংসদীয় এলাকা অর্থাৎ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনের সাধারণ মানুষ রাষ্ট্রীয় সুযোগসুবিধা পাক।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চিলমারী উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ কথা বলেন আওয়ামী লীগের এই এমপি। চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই চিলমারী উপজেলাকে খুব ভালোবাসেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে যখন আমরা সংসদ উপনেতা নির্বাচনসংক্রন্ত মিটিংয়ে বসি, তখন প্রধানমন্ত্রী আলোচনার এক ফাঁকে হঠাৎ করেই চিলমারীর প্রসঙ্গ তুলে কথা বলছিলেন। তখন গর্বে আমার বুক ভরে যায়। কারণ চিলমারী আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার মধ্যে একটি।’

তিনি আরও বলেন, ‘নদীশাসন, যাতায়াতব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ব্যাপারে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন সেগুলো বাস্তবায়ন করতে চাই।’ এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান ও আসমা চৌধুরী, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক মিলনসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা