× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

‘এবার ঈদের কেনাকাটা সারব বাণিজ্য মেলায়’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

জয়িতা ফাউন্ডেশনের স্টলে রাজশাহী স্বজন নারী সংস্থার সভানেত্রী নাসিমা আক্তার নিজের তৈরি শাড়ি দেখাচ্ছেন। প্রবা ফটো

জয়িতা ফাউন্ডেশনের স্টলে রাজশাহী স্বজন নারী সংস্থার সভানেত্রী নাসিমা আক্তার নিজের তৈরি শাড়ি দেখাচ্ছেন। প্রবা ফটো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার ২১ দিন পর শুরু হওয়ায় ব্যবসায়ীদের টার্গেট পবিত্র ঈদ-উল ফিতরের কেনাকাটা। সেই লক্ষ্যে পণ্যের সমাহার ঘটাচ্ছেন স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। 

উদ্বোধনের তৃতীয় দিন মঙ্গলবার (২৩ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, লেহেঙ্গা, জুতা, কসমেটিক সামগ্রী, পায়জামা, পাঞ্জাবি, টুপি, খাবারজাতীয় পণ্য, টেলিভিশন, ফ্রিজ, ক্রোকারিজসহ নানা ধরনের পণ্য আসছে। রঙবেরঙের বাহারি পণ্যে সাজানো হচ্ছে স্টল-প্যাভিলিয়ন।

ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত কমতে শুরু করায় তারা মেলায় আসা শুরু করেছে। বিকাল ৪টা পর্যন্ত এদিন প্রায় ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা আব্দুল্লাহ এন্টারপ্রাইজের ঠিকাদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘এবার মেলায় যাতায়াতে চারদিক থেকে বিআরটিসি বাসসহ গণপরিবহন রয়েছে। ফলে খুব সহজে মেলা ঘুরে যেতে পারেন যে কেউ। গত বছরের চেয়ে ভালো সাড়া পাওয়া যাবে এবারের মেলায়।’

মেলার প্রবেশপথে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির আদলে করা জাদুঘরে ভিড় দেখা গেলেও কেনাকাটা খুব একটা জমেনি। ক্রেতারা দেখছেন বেশি, কিনছেন কম। 

ভুলতার পাঁচাইখা থেকে ঘুরতে আসা গৃহিণী ফারজানা আক্তার হাসনা হেনা বলেন, ‘এবার মেলায় নিত্যপণ্যের সমাহার দেখলাম। তবে দাম কিছুটা বেশি। মেলার শেষের দিকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব। কারণ ওই সময়টাতে ব্যবসায়ীরা মূল্য ছাড় দিয়ে থাকেন।‘

তিনি বলেন, ‘মেলা থেকে এবার ঈদের কেনাকাটা সারব। কারণ এখানে ভালো ভালো প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য পাওয়া যায়।’  

২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন পূর্বাচলের স্থায়ী ভ্যানুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। এখনও সব স্টল ও প্যাভিলিয়ন প্রস্তুত না হওয়ায় দর্শনার্থীদের অনেকেই হতাশা প্রকাশ করেছে। তবে ব্যবসায়ীরা আশায় রয়েছেন সরকারি ছুটির দিনের। 

মেলায় আসা জম্মু কাম্মিরের ব্যবসায়ী আমির হোসাইন বলেন, ‘গতবারের মতো এবারও আমরা স্টল দিয়েছি। আমাদের শীতের শালের বেশ কদর রয়েছে। শীত থাকলে আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারব। এবার মেলা থেকে মানুষজন ঈদের কেনাকাটা করবে। কারণ সামনে ঈদ আসছে। সে কথা বিবেচনা করে আমরা কাশ্মিরি শাড়িসহ পাঞ্জাবি রেখেছি স্টলে। আশা করি বিক্রি ভালো হবে।’

এএইচবি স্কুলের শিক্ষার্থী ইমলা মুহান্না বাবার সঙ্গে মেলায় ঘুরতে এসেছে। মুহান্না বলে, ‘ঈদের জন্য জামা পছন্দ করেছি। তিন সেট ক্রয় করব। বাবা বলেছেন একটি ঈদের জন্য রেখে দিতে।’

মেলায় ঘুরতে আসা রিনা ইসলাম বলেন, ‘বাণিজ্য মেলায় জিনিসের দাম হাতের নাগালে থাকলে মানুষ ঈদের কেনাকাটা বাণিজ্য মেলা থেকেই করবে। আমার পরিবারের কেনাকাটা এবার বাণিজ্য মেলা থেকেই করব। আমার মতো অনেক পরিবারই এবার বাণিজ্য মেলা থেকে ঈদের কেনাকাটা করবে।’

এবার বাণিজ্য মেলায় সারা দেশ থেকে লোকজন আসার যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক হলেও নারায়ণগঞ্জের সোনারগাঁও লোক ও কারু শিল্প মেলা চলতে থাকায় কিছুটা প্রভাব পড়বে এ মেলায়। তা ছাড়া ফেব্রুয়ারিতে একুশে বইমেলা শুরু হলে বাণিজ্য মেলায় দর্শনার্থী কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু মনে করেন, শেখ হাসিনা সরণি চালু হওয়ার সুফল পাবে রাজধানীবাসী। নিরাপত্তা ভালো থাকায় বিদেশি ক্রেতা-বিক্রেতাও থাকবে বেশি।’

সূত্রমতে, এবার মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। এর মধ্যে  ১৮টি বিদেশি স্টল। এবার মেলায় ৫০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাবেন বলে আশা করছে আয়োজন কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা