× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ফেরিডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:১৪ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:১৫ পিএম

পদ্মায় ফেরিডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

পদ্মায় ফেরিডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনার সপ্তম দিনের উদ্ধার কাজ চলছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ঘটনাস্থলে ডুবে যাওয়া আরেকটি ট্রাক উদ্ধার করে। এখন পর্যন্ত মোট সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে।’

ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ বাহিনীর মোট তিনটি টিম উদ্ধার কাজ পরিচালনা করে।

বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ  জানান, সোমবার (২২ জানুয়ারি) দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ আরেকটি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ট্রাক উদ্ধার করা হবে। মোট সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আঃ হামিদ মিয়া জানান, ৯টি ট্রাকের মধ্যে এখন পর্যন্ত সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে ইউটিলিটি রজনীগন্ধা ফেরিটি ঘন কুয়াশার কারণে নোঙর অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হলেও সোমবার ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা