× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের হানা

রাজশাহী অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রবা ফটো

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রবা ফটো

রাজশাহীর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় লাইসেন্সের আবেদন করা বেশ কিছু কাগজপত্র জব্দ করে দুদক কর্মকর্তারা।

রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর নওদাপাড়ায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন। এ সময় তার সঙ্গে দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সরেজমিনে দেখা গেছে, দুদকের কর্মকর্তারা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেনের দপ্তরসহ বিভিন্ন অফিস কক্ষে তল্লাশি করেন। তারা বিভিন্ন দপ্তরে ফাইলপত্র যাচাই-বাছাই করেন।

অভিযান শেষে মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী বিআরটিএর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। দুদকের কেন্দ্রীয় অফিসের নির্দেশে এখানে আমরা অভিযান পরিচালনা করি। বিভিন্ন ইউনিট পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যবেক্ষণ করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।’

তিনি আরও জানান, প্রথম দিনের অভিযানে তারা যেসব অভিযোগ পেয়েছেন তা দিয়ে কমিশনে প্রতিবেদন দিতে পারবেন। 

কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ উঠতেই পারে। এর সত্যতা খুঁজে দেখবে দুদক। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘ঘুষ না দিলে ফেল করিয়ে দেওয়া হয়; এটা সত্য নয়। কারণ পরীক্ষা নেওয়ার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধি থাকেন। আমরা সহযোগিতা করি। যেটা হয় তা হলো প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স করার জন্য বের হলেই তাকে মধ্যস্বত্বভোগী কেউ ধরে ফেলে। তারা আমাদের নাম ভাঙায়। আর আমাদের অফিসেও কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আমরা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা