× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে দুটি বাসে আগুন, হেলপার দগ্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৭ পিএম

আগুনে পুড়ে যাওয়া বাস। প্রবা ফটো

আগুনে পুড়ে যাওয়া বাস। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা হেলপার তুহিন নামে একজন দগ্ধ হয়েছে। 

রবিবার (২১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোরে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এলাকাবাসীর সাহায্যে আগুন নেভানো হয়। 

পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোরে দুটি বাসে আগুনের খবর পাই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়। ততক্ষণে বাস দুটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পাশে থাকা আরও ১৮টি গাড়ি সরিয়ে নেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা হেলপার তুহিন নামে একজন কিছুটা দগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করায়।‘

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা