× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনা থেকে দেশটাকে নিরাপদ করতে চাই : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রবা ফটো

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রবা ফটো

দুর্ঘটনা থেকে দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দুর্ঘটনা দুর্ঘটনাই, প্রতিনিয়ত এ রকম দুর্ঘটনা হচ্ছে। আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌ-পথ, সড়ক পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই। নৌ-পথে দুর্ঘটনা অনেক কমে এসেছে। গত ৫ বছরের প্রত্যেকটি ঘটনা তদন্ত করেছি। তদন্ত কমিটির প্রত্যেকটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।’

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট হলো মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এ ছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে। এগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী পাঁচ বছরের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প আছে আমরা শেষ করতে চাই।’ 

বিএনপি ও নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে তাদের সঙ্গে দেশ বিরোধীরা থাকত। ফলে নির্বাচন একটি ভয়াবহতা পেত। সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। তারা সরকারের সঙ্গে কাজ করবে বলে অভিমত প্রকাশ করেছে।’ 

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা