রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৬:০৮ পিএম
বিক্ষোভ মিছিল করে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন। প্রবা ফটো
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউপিডিএফ রাঙামাটি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক তৈনুমং মারমা, নারী সংঘের প্রতিনিধি পিংকি চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সভাপতি রিমি চাকমা, ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা প্রমুখ।
পানছড়িতে খুনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি বিচার হতো তাহলে এমন ঘটনা ঘটত না। বিপুল, সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও তাদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ির ফতেহপুরে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় নিখোঁজ হন ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা। তাদেরকে গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে এ উদ্ধার ঘটনাকে ‘নাটক’ বলছে ইউপিডিএফের নেতারা।