× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে স্বল্পপরিসরে গ্যাস সরবরাহ শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম

শুক্রবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও স্বাভাবিক চাপে গ্যাস পাচ্ছেন না গ্রাহকেরা। কেজিডিসিএল বলছে, বিকালের দিকে স্বাভাবিক চাপে গ্যাস পাওয়া যাবে। প্রবা ফটো

শুক্রবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও স্বাভাবিক চাপে গ্যাস পাচ্ছেন না গ্রাহকেরা। কেজিডিসিএল বলছে, বিকালের দিকে স্বাভাবিক চাপে গ্যাস পাওয়া যাবে। প্রবা ফটো

চট্টগ্রামের গ্যাস লাইনের ত্রুটি সারানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ত্রুটি সারিয়ে লাইনে শুক্রবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও এই প্রতিবেদন লেখার সময় দুপুর দেড়টা পর্যন্ত স্বাভাবিক চাপে গ্যাস না পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।

কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশন) প্রকৌশলী মো. শফিউল আজম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এলএমজি টার্মিনালে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল গতকাল রাত ১০টার দিকে সেটা ঠিক করা হয়েছে। রাত থেকে লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।’

নগরবাসী বলছে, প্রায় দুই মাস ধরে চট্টগ্রামে এই গ্যাস সংকট। বেশিরভাগ এলাকাতেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস থাকছে না। ফলে বাসিন্দারা সময়মতো রান্না করতে পারছেন না। এতে অনেকে বেশি দামে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছেন। গ্যাস সংকটের কারণে নিম্ন আয়ের মানুষজন রান্না করতে না পারায় পড়েছেন বিপাকে।

এই তীব্র সংকটের মধ্যেই গতকাল সকাল থেকে নগরীর বাসাবাড়ি ও শিল্প কারখানার লাইনে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় গ্রাহকদের।

আজ গ্যাস সরবরাহ চালু হলেও স্বাভাবিক চাপে গ্যাস না পাওয়ার কথা জানিয়ে হালিশহর এলাকার বাসিন্দা জান্নাতুল নাইমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত দুই মাস ধরে গ্যাস থাকে না। শুক্রবার একদমই ছিল না। তবে আজ সকাল থেকে লাইনে সামান্য গ্যাস আছে। মিটমিট করে চুলা জ্বলছে। তবে গ্যাসের এই চাপে রান্না করা কঠিন।’

গ্যাস পাননি জানিয়ে আগ্রাবাদ এলাকার শাহজাদা শরিফ বলেন, ‘গত চার দিন গ্যাস একদমই বন্ধ। চুলা জ্বলে না। গত তিন মাস ধরে তো দুপুরের ভাত রাতে খেতে হয়। তবে ওই সময় দিনের কয়েক ঘণ্টা স্বাভাবিক গ্যাস পেতাম, বাকি সময় থাকত না।’

মেহেদী বাগ এলাকার বাসিন্দা আমীর খসরু বলেন, ‘সকাল থেকে লাইনে গ্যাস আছে। তবে চাপ কম।’

বাকলিয়া এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার পর থেকে গ্যাস আছে। রান্না চলছে।’

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গতকাল নগরীর সড়কে নামতে পারেনি গ্যাসচালিত বেশিরভাগ যানবাহন। আজ শনিবার সেসব যানবাহন গ্যাস নিতে নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করছে।


গ্যাস সরবরাহ শুরু হলেও চাপ কম থাকার কারণ হিসেবে কেজিডিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুর রহমান বলেন, ‘গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার দিনভর গ্যাস না থাকায় পুরো লাইন খালি ছিল। এই কারণে সরবরাহ শুরু হলেও গ্যাসের চাপ কম, গ্রাহকরা স্বাভাবিক সরবরাহ পাচ্ছেন না। এখন সরবরাহ ঠিক আছে, তবে স্বাভাবিক চাপ তৈরি হতে একটু সময় লাগবে। বেলা ৩টার নাগাদ স্বাভাবিক চাপে গ্যাস পাওয়া যাবে।

সরবরাহ লাইনে যে ত্রুটি হয়েছিল

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কেজিডিসিএল কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীতে সাগরের তলদেশের সঞ্চালন পাইপলাইনের (কনভার্টারের) মাধ্যমে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ হয়। দুটি কনভার্টারের মধ্যে একটিতে নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। একটি পাইপলাইন দিয়েই এত দিন সরবরাহ চলছিল। গত বৃহস্পতিবার রক্ষণাবেক্ষণ হওয়া কনভার্টারটি কমিশনিং করা হয়। পাশাপাশি অপর কনভার্টারটি রি-কমিশনিং করা হয় রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু ওই রাত থেকে নতুন কমিশনিং হওয়া কনভার্টারের জেনারেটর বিকল হয়ে যায়। এজন্য পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা