× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা আছে : স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:১০ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রবা ফটো

প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। সারা দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন ও পূজা অর্চনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে লক্ষ্যের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানকার স্বাস্থ্যব্যবস্থার অবস্থা দেখেছি।’

সামন্ত লাল সেন বলেন, ‘দেশের অনেক ক্লিনিকের লাইসেন্স নেই, অনুমতি নেই, ক্লিনিকের মতো অবকাঠামো নেই; সেগুলোকে বন্ধ করতে হবে। এসব এক দিনে আমার পক্ষে সম্ভব নয়, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি কিন্তু পাঁচ বেড থেকে ৫০০ বেডে উন্নত করেছি। আমার ওপর মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা সেটা যেন রক্ষা করতে পারি।’

দেশের গুরুত্বপূর্ণ এই খাতে অনিয়ম নিয়ে কোনো ছাড় নয় জানিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, ‘সারা জীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না।’

‘ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর স্বজনদেরও মাথায় রাখতে হবে- কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে,’ যোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা