গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমকে সংবর্ধনা দিয়েছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর গতকাল প্রথমবার নিজ জেলায় আসেন জিল্লুল হাকিম। ফুলেল সংবর্ধনা পেয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর রাজবাড়ী জেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী উপহার দিয়ে রাজবাড়ীকে সম্মানিত করেছেন। এ সম্মান পুরো রাজবাড়ীবাসীর। এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যেন রাজবাড়ীসহ সারা দেশের জন্য কাজ করে যেতে পারি। সেজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’
রেলব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার কাজ হচ্ছে জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেন চলাচল ব্যবস্থা সহজতর করা। এজন্য প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যা যা করণীয় সবই করা হবে।’
রাজবাড়ীতে রেলের সুদিন ফেরানোর আশ্বাস দিয়ে জিল্লুল হাকিম বলেন, ‘আমাদের রাজবাড়ী হচ্ছে রেল অধ্যুষিত একটি জেলা। কিন্তু বিএনপির আমলে রাজবাড়ীর অনেকগুলো রেললাইন বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ভাটিয়াপাড়া রেলপথসহ দেশে অনেক বন্ধ হয়ে যাওয়া রেলপথ চালু করেছেন। এ ছাড়া রাজবাড়ীতে লোকোশেড রয়েছে। সেখানে যে সমস্ত জমি রয়েছে, সেগুলো নিয়ে এখানে ট্রেন মেরামতের জন্য বড় একটি কারখানা নির্মিত হচ্ছে।’ গোয়ালন্দ ঘাটে যেসব ট্রেন বন্ধ হয়ে গেছে, সেগুলোও পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ আলমগীর হোসেন তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ নিজাম প্রমুখ।