× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে দাবি

প্রচারণায় লিটনের নাম ব্যবহার ছিল নির্বাচনী কৌশল

রাজশাহী অফিস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:০১ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৪ পিএম

প্রচারণায় লিটনের নাম ব্যবহার ছিল নির্বাচনী কৌশল

প্রচারণায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নাম ব্যবহার ছিল নির্বাচনী কৌশল। রাজশাহীতে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছেন রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।

এ সময় মহানগর রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী এমপি শফিকুর রহমান বাদশাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

রাজশাহী-২ আসনটিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকের হয়ে নির্বাচন করেন। নির্বাচনে পরাজয়ের পর তিনি স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান এবং ওয়ার্ড কাউন্সিলরদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী বাদশার সেই অভিযোগকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী কামাল বলেন, ‘এটা নির্বাচনী কৌশলের অংশ ছিল। তবে এটা উনার (লিটনের) বক্তব্য নয়। লিটন স্বতন্ত্র প্রার্থীর হয়ে সভা বা প্রচার-প্রচারণা করেননি। উনি মহানগর আওয়ামী লীগেরও সদস্য। উনি আমাদের সঙ্গে আছেন। যার অর্থ এই নয় খায়রুজ্জামান লিটন নির্বাচনী জনসভা করেছেন। কোনো মিছিল করেছেন। আপনারা দেখেছেন যে ৪ তারিখের মিছিলে অসংখ্য লোক ছিল। কাউন্সিলররা আমাদের সঙ্গে আছে।’

নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর রাজশাহীতে ১৪ দলীয় মিটিংয়ের প্রসঙ্গ টেনে কামাল বলেন, ‘১৪ দলের মিটিং হয়, যা সিদ্ধান্তহীনভাবে শেষ হয়। লিটন জোর দিয়ে নৌকার জন্য ভোট করতে বলেছিলেন। কিন্তু আমরা যারা উপস্থিত ছিলাম, তারা বলেছি এটা জোটের ভোট না। এখানে জাসদও প্রার্থী দিয়েছিল। এখানকার যিনি সমন্বয়ক তিনি (লিটন) বলেছিলেন, আমু ভাই হলেন কেন্দ্রের সমন্বয়ক। তাকে আমাদের সভার সিদ্ধান্ত জানাব। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।’

নির্বাচনের আগে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশার হয়ে প্রচার-প্রচারণায় নামে মহানগর আওয়ামী লীগের একাংশ। শুরু থেকেই কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ প্রার্থী নিজে দাবি করেন, দলের প্রেসিডিয়াম সদস্য লিটন তাদের পক্ষে আছেন। এরপর থেকেই রাজশাহীর-১৪ দলীয় জোটে সন্দেহ ডানা বাঁধতে শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা