× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের কালিয়াকৈর

বেতন বৃদ্ধির দাবিতে সুতা কারখানার শ্রমিকদের আন্দোলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে সুতা কারখানার শ্রমিকদের আন্দোলন

গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে বিভিন্ন সুতা তৈরির কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সফিপুর, আন্দারমানিক, রতনপুর ও দোকানপাড় এলাকায় মাহমুদ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, ছালেক স্পিনিং, করতোয়া স্পিনিং, জমজম স্পিনিং, মালেক স্পিনিং, সামসুদ্দিন স্পিনিং ও জমুনা স্পিনিংয়ের শ্রমিকরা এ আন্দোলন করেন।

শ্রমিকরা জানান, সরকার সর্বনিম্ন ৭ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা বেতন নির্ধারণ করলেও মালিকপক্ষ আগের বেতনেই সীমাবদ্ধ রেখেছে শ্রমিকদের। কারখানার মালিকরা কোনো বেতন গ্রেড মানেন না। বেতন বৃদ্ধির দাবি করলে মালিকপক্ষ শ্রমিকদের নির্যাতন করে এবং চাকরিচ্যুত করার হুমকি দেয়। তাই তারা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ করা হবে।

যমুনা স্পিনিং কারখানার অপারেটর জাকিয়া খাতুন বলেন, ‘কারখানার মালিকরা আমাদের মানুষ মনে করে না। বেতন বৃদ্ধির কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। সারা মাস কাজ করে ৭ হাজার টাকা বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। কোনোমতে খেয়ে না খেয়ে বেঁচে আছি।‘

মালেক স্পিনিং মিলের লাইনম্যান হোসনে আরা বলেন, ‘স্পিনিং মিলগুলোর মালিকপক্ষ আমাদের তাদের কেনা দাস হিসেবে ব্যবহার করে। সরকার বেতন বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করার কথা বললেও মালিকপক্ষ এক টাকাও বেতন বৃদ্ধি করবে না বলে জানিয়ে দিয়েছে। বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করলে কারখানা বন্ধ করার হুমকি দিয়েছে মালিকপক্ষ।’

শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ‘শ্রমিকরা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে। পরে আন্দোলনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই শ্রমিকদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা