× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোয়াংছড়ির দেবতা কুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:১১ পিএম

রোয়াংছড়ি উপজেলা দেবতা কুম পর্যটন কেন্দ্র। প্রবা ফটো

রোয়াংছড়ি উপজেলা দেবতা কুম পর্যটন কেন্দ্র। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়ির দেবতা কুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। প্রায় ১৫ মাস পর আগামী ২২ জানুয়ারি থেকে দেবতা কুম ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতা কুম পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। যেখানে দৈনিক প্রায় হাজারেরও বেশি পর্যটক ভ্রমণে আসে। নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলা ভ্রমণে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞা রোয়াংছড়ি ও রুমা, থানচি ও আলীকদম উপজেলায় আরোপের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতা কুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা এতদিন বহাল ছিল। আগামী ২২ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেবতা কুম পর্যটন কেন্দ্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২২ জানুয়ারি থেকে ওই পর্যটন কেন্দ্র ভ্রমণে আর কোনো প্রকার বাধা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা