× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগসূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামের হিমেল কিছুদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকালে বিয়ের প্রলোভনে হিমেল ও তার সহযোগী রিফাত ওই স্কুল ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়। পরে হিমেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর হিমেল তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি গিয়ে জানালে তার বাবা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে বুধবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। ছেলেপক্ষ থেকে জরিমানা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মেয়ের বাবা রাজি হননি।’

এ বিষয়ে জানতে হিমেল ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা