কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগসূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামের হিমেল কিছুদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকালে বিয়ের প্রলোভনে হিমেল ও তার সহযোগী রিফাত ওই স্কুল ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়। পরে হিমেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর হিমেল তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি গিয়ে জানালে তার বাবা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে বুধবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। ছেলেপক্ষ থেকে জরিমানা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মেয়ের বাবা রাজি হননি।’
এ বিষয়ে জানতে হিমেল ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।