চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৬ পিএম
কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নয়ন। প্রবা ফটো
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় জলদস্যু মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে র্যার ও পুলিশের যৌথ অভিযানে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন বেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. নয়ন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১১ সালে নয়নকে ২৫ বছরের কারাদণ্ড দেন আদালত। আসামি নয়নকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ১২ বছর পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর বেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআই আরও বলেন, নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।