× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে দুই তরুণী ধর্ষণ মামলা, ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:৪৬ পিএম

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান। প্রবা ফটো

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলার পালাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার প্রধান আসামি ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে ঘটনার পরের দিন গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা ও শাকিল সরদারের সহযোগী। 

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগতপ্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।’

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি গভীর রাতে জারিয়া চৌমাথা এলাকায় দুই তরুণীকে আটকে পালাক্রমে ধর্ষণ করে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও তার সহযোগী মেহেদী হাসান। পরে তাদেরকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনার পরের দিন রবিবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে তরুণীর এক বান্ধবীর বাড়ি থেকে পুলিশ দুই তরুণীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে ২১ বছর বয়সি এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। ওইদিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা