বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৩৭ পিএম
ফাইল ছবি
বগুড়ার সংবাদপত্র এজেন্ট আব্দুর রফিক স্বপনের মা রাজিয়া খাতুন মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নিজ বাসভবনে মারা যান তিনি।
রাজিয়া খাতুন তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পত্র-পত্রিকা বিতরণকরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং প্রতিদিনের বাংলাদেশ পরিবার গভীর সমবেদনা জানিয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনাও করা হয়েছে।