× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিবন্ধিত যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবে না : সিটি মেয়র

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ পিএম

অনিবন্ধিত যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবে না : সিটি মেয়র

খুলনা শহরে অনিবন্ধিত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, ‘খুলনা জেলার একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এই জেলা শহর ও সিটি করপোরেশন এলাকাকে সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। বাসিন্দাদের প্রত্যাশা যানজটমুক্ত একটি শহর। মহানগরীকে যানজটমুক্ত হিসেবে গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা দরকার।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে খুলনা সিটি করপোরেশনের নগর ভবনের জিআইজেড সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। 

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘যারা অবৈধভাবে ফুটপাথ দখলে রেখেছে তাদের নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যারা মাদক কেনাবেচা ও সেবন করে তাদের ছাড় দেওয়া হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে নগরী ভালো থাকবে এবং শহরের মানুষগুলো ভালো থাকবে।’

সভায় অবৈধ বেবি-ট্যাক্সি, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, যানজট নিরসন, অবৈধ প্যানা, পোস্টার, ব্যানার, ফুটপাথ দখলমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় কেএমপি কমিশনারসহ প্রতিনিধিরা সুন্দর মহানগরী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ তুলে ধরেন। 

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার তাসলিমা খাতুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বারসহ মহানগরীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা