× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রবা ফটো

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রবা ফটো

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক এইচএম আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সেবা প্রত্যাশীরা জানিয়েছেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে পাসপোর্ট অফিসে আসা একাধিক সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। এসময় পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেনের কক্ষে কর্মচারী বাসুদেব, আনসার সদস্য রফিক, সৌরভকে বিভিন্ন অভিযোগের মুখোমুখি করা হয়।

এইচএম আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বরিশাল পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দালালদের বিরুদ্ধে হয়রানির অভিযোগসহ, পাসপোর্ট পেতে ভোগান্তি ও আর্থিক লেনদেনের অভিযোগ দেয় একজন সেবা গ্রহণকারী। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।’

দুদক টিম অনিয়মের কিছু চিত্র দেখতে পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অনিয়ম রোধে সেবা প্রত্যাশীদের সচেতন করেছি, পাসপোর্ট অফিসের দায়িত্বরত যুগ্ম-পরিচালককে পরামর্শ দিয়েছি অনিয়ম বন্ধে তিনি যেন কার্যকর ভূমিকা রাখেন। যুগ্ম পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন তিনি অনিয়ম-দুর্নীতি বন্ধে আরও কঠোর হবেন।’

দুদকের অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা