চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:২৭ পিএম
যুবকের বাড়িতে স্বজন, পুলিশ ও স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ডেইলপাড়া এলাকায় মো. সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিবকে নিজের কর্মী বলে দাবি করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসনে স্বতন্ত্র পার্থী হওয়া জিয়াউল হক সুমন। তার অভিযোগ, প্রতিপক্ষের হুমকিতে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সাকিব আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, সাকিবের পরিবারের কাছ থেকে তারা এমন কোনো অভিযোগ পাননি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ডেইলপাড়ার আকবর কলোনিতে নিজ বাড়ির শোবারঘর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা-পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন সাকিবের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে পরিবার। আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।’
এ সময় সাকিবের বাড়িতে আসেন জিয়াউল হক সুমন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে পরাজিত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ লতিফ।
জিয়াউল হক সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার নির্বাচন করায় ভোটের পর থেকে নৌকার প্রার্থীর কর্মীরা সাকিব ও তার পরিবারকে হুমকিধমকি দিচ্ছিল। তার বাবাকে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়। সাকিবকেও ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। তাদের বলা হয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এসব কারণে সাকিব কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে।’
সাকিবের বাবা ইয়াকুব আলী বলেন, ‘হুমকির কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে। ছেলে বলেছে আমরা কেটলির নির্বাচন করেছি এজন্য আমাদের ওপর টার্গেট। আমি জিজ্ঞেস করেছি কারা হুমকি দিয়েছে নাম বলতে, আমি সবার সঙ্গে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব। সে বলেছে ব্যবস্থা করতে পারব না, বরং আমরা যেন বাড়ি ছেড়ে চলে যাই কিছু দিনের জন্য।’
সাকিবের মা সেলিনা আক্তার বলেন, ‘সে তো কারও নাম বলে যায়নি। কেটলি নিয়ে না কি দৌড়াইছে এজন্য তার নাম লিস্টে দিয়ে দিছে।’
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসমাল জানান, হুমকির ব্যাপারে পুলিশ কিছু জানে না। থানায় এমন কোনো অভিযোগ কেউ করেনি।
তবে নির্বাচনের মাঠে এমএ লতীফের পক্ষে সক্রিয় থাকা পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন দাবি করেছেন, সাকিবকে তারা কেটলি প্রতীকের নির্বাচন করতে দেখেননি। তিনি বলেন, ‘শুনেছি তাদের (সাকিবের) দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ছিল। ঝামেলা থেকে সে আত্মহত্যা করতে পারে। এখন এটাকে অনেকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।’
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর সার্কেল) শাকিলা সোলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই যুবকের পরিবার সুনির্দিষ্টভাবে বলছে না কারা হুমকি দিয়েছে। তারা এমন কিছু উল্লেখ করে অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’