× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে : মেনন

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম

বরিশাল প্রেস ক্লাবে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাশেদ খান মেনন। প্রবা ফটো

বরিশাল প্রেস ক্লাবে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাশেদ খান মেনন। প্রবা ফটো

প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে বলে মনে করেন বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘যে নির্বাচন হয়েছে তা ছিল উৎসবমুখর। ভোটার উপস্থিতি ন্যাশনাল এভারেজ, যা আমার আসনে একই হয়েছে। এখানে বাড়তিও নেই, আবার কমতিও নেই।’ 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের দিন প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। তবে প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাইরের গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য নির্বাচন অবাধ করা ছিল না, তা ছিল রেজিম চেইঞ্জ করার। এখনও তাদের লক্ষ্য রেজিম চেইঞ্জ (পরিবর্তন)। তাদের লক্ষ্য ফেল করেছে। বাংলাদেশের জনগণ তাদেরকে জবাব দিয়েছে।’ 

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের ভেতরে বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলেছে, আমরা মাটিতে পড়িনি। এ দল দুটি জনগণের কাছে পরাজিত হয়েছে।’ 

বরিশাল নগরীর ও বানারীপাড়া-উজিরপুর উপজেলার উন্নয়নের বিষয় তুলে ধরে মেনন বলেন, ‘শওকত হোসেন হিরন মেয়র থাকাকালীন যে উন্নয়ন হয়েছে, পরবর্তীতে তা সামান্যতম বাস্তবায়ন হয়নি। এ সময় দেশের বিভিন্ন বিভাগের উন্নয়ন তুলে ধরেন। তিনি বরিশালকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন।’ 

এই সংসদ সদস্য বলেন, ‘আমি একটা সময় চেষ্টা করেছিলাম বরিশাল জেলার সব সংসদ সদস্যকে একত্রিত করার জন্য। তাদের একত্রিত করে সমন্বিত উন্নয়ন করার। কিন্তু সেটা হয়নি। আমরা চেষ্টা করব, বরিশালের জন্য উদ্যোগ-আয়োজনগুলো এগিয়ে নিতে। মন্ত্রী হওয়া-না হওয়ার ওপর এটা নির্ভর করে না।। এটা নির্ভর করে উদ্যোগের ওপর।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরিশাল নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মেনন বলেন, ‘বরিশাল সম্পর্কে তার (প্রধানমন্ত্রী) সংবেদনশীলতা রয়েছে। প্রধানমন্ত্রী বরিশালের বক্তৃতায়ও সেটা বলেছেন।’

তার নির্বাচনী এলাকা বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে একটি ব্রিজ হলে ৩০ কিলোমিটার পথ কমে যাবে জানিয়ে বলেন, ‘অলরেডি অনেক কাজ এগিয়ে রয়েছে। ব্রিজটি হলে আমরা খুলনার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব। এভাবে আমরা সামগ্রিকভাবে বরিশালকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে পারব।’ 

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতানসহ নেতৃবৃন্দ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা