× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:৪১ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:৪৪ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। ছবি: সংগৃহীত

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।’

মৌলভীবাজার জেলা জুড়ে গত কয়েকদিনে হিমেল হাওয়া ও প্রচণ্ড শীতের কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে প্রচণ্ড শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে চা শিল্পাঞ্চলে তুলনামূলক বেশি শীত থাকায় পিছিয়ে পড় চা জনগোষ্ঠীর মানুষজনের দুর্ভোগ বেড়েছে। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বঅলিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরা বলেন, ‘শ্রীমঙ্গলে শীত মৌসুমে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্ট পান। এ বছর শীতের প্রকোপ বেশি থাকলেও সরকার ও বেসরকারি উদ্যোগে এখানে এখনো তেম শীতবস্ত্র বিতরণ পরিলক্ষিত হচ্ছে না।’

মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনের ঠাণ্ডায় জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রচণ্ড শীতে নাকাল হয়ে পড়েছেন। এ অবস্থায় শিশু ও বয়স্কদের সাবধানে থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা