× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন বরাদ্দে বৈষম্য হবে না : আব্দুল মোতালেব

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২২:০২ পিএম

লোহাগাড়া উপজেলা পরিষদ হলে উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় সংসদ সদস্য আব্দুল মোতালেব। প্রবা ফটো

লোহাগাড়া উপজেলা পরিষদ হলে উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় সংসদ সদস্য আব্দুল মোতালেব। প্রবা ফটো

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব বলেছেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে উন্নয়ন বরাদ্দে বৈষম্য করিনি। সংসদ সদস্য নির্বাচিত হয়েও তার ব্যত্যয় ঘটবে না। ইউপি চেয়ারম্যান যে দলেরই হোক উন্নয়ন বরাদ্দে বৈষম্য হবে না।’

সোমবার (১৫ জানুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ হলে উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো সভায় এই প্রথম বক্তব্য দেন আব্দুল মোতালেব।

আব্দুল মোতালেব বলেন, ‘কতিপয় লোক নির্বাচনের পর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এবং আমার পক্ষে নির্বাচন পরিচালনাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। এজন্য গত রবিবার সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়েছি। সাতকানিয়া-লোহাগাড়ার প্রকৃত ঘটনাগুলো সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেছি।’

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির টপসয়েল কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিন দিন কৃষিজমি হ্রাস পাচ্ছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটিখেকোদের ছাড় দেওয়া হবে না।’ এ সময় উপজেলার পুটিবিলায় অবৈধভাবে স্থাপিত বালুর চাঁদার গেট বন্ধ করার নির্দেশ দেন তিনি।

উপজেলার স্বাস্থ্যসেবার বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, কমিউনিটি ক্লিনিকের শতভাগ সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠী পায় সেই ব্যবস্থা করতে হবে। প্রতি দুই মাস অন্তর অন্তর সভা করে জবাবদিহির আওতায় আনতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইউপি চেয়ারম্যানরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা