× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচন-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচন-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

নিজেকে ‘আলাদা চিজ’ হিসেবে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সদর ও সিটি করপোরেশনের একাংশ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘তারা জানে না এখানে সব এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে। শেখ হাসিনার এজেন্সি আছে। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।’

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচন-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘নির্বাচনের দিন আমার কাছে সারা দিন ফোন এসেছে। প্রথম খেলা– টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভূত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে নির্বাচন আসলেই বলে টাকা দেন টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমার কিছু নেই।’

শামীম ওসমান বলেন, ‘আমি জনসভার পর আপাকে (শেখ হাসিনা) বলেছিলাম আপনি কি খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় জানি কত পার্সেন্ট ভোট পড়বে। আমি ৪০-৪২% ভোট আশা করেছিলাম। সেখানে ৩২% ভোট পড়েছে। বাকি ভোট পড়েনি নাকি পড়তে দেওয়া হয়নি?’

তিনি বলেন, ‘যে যেই দলই করেন আপত্তি নেই। জ্বালাও-পোড়াও করবেন, আমি ছাড়ব না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কু-দৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ সময়। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি, শয়তান যেমন আল্লাহর সঙ্গে পারে না, ওরাও শেখ হাসিনার সঙ্গে পারবে না। কারণ তার ওপর আল্লাহর রহমত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা