× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, দগ্ধ ১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:১৩ পিএম

পাকুন্দিয়ায় জুয়েল ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

পাকুন্দিয়ায় জুয়েল ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের তারাকান্দি এলাকায় জুয়েল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আগুনে ওই ফিলিং স্টেশনের কর্মী রাসেল আহমেদ দগ্ধ হয়েছেন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ফিলিং স্টেশনটির পেট্রোল গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে স্টেশনের কর্মীরা। এর মধ্যেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। এসময় স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের খবর পেয়ে প্রথম পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়লে কিশোরগঞ্জ সদর হোসেনপুর ও আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফিলিং স্টেশনের মালিক আরিফুর রহমান মামুন বলেন, ‘আগুনে একের পর এক পেট্রোলের ড্রাম ফুটেছে। ইতোমধ্যে গোডাউনে থাকা পেট্রোলের ৪৮টি ড্রাম পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে।’

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ‘ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস আগুনের মধ্যে সিনথেটিক ফোম প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বলেন, ‘আগুনের উৎস খুঁজতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পাকুন্দিয়ার ইউএনও আজগর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফিলিং স্টেশনে একটি গোডাউন থেকে আগুন ধরে যায়। তখন সেখানে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী ছুটে যায়। কিভাবে আগুন লেগেছে, এখনও জানা যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা