× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক-সন্ত্রাসে জড়িতদের ছাড় দেওয়া হবে না : সিরাজুল ইসলাম মোল্লা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২৩:২২ পিএম

নরসিংদীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। প্রবা ফটো

নরসিংদীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। প্রবা ফটো

নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, শিবপুরবাসী শান্তিতে থাকার জন্যই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কোনো অবস্থাতেই শিবপুরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না। ছেলে-মেয়েদের হাতে মাদক তুলে দিতে পারবে না। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে। 

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে নরসিংদীর শিবপুর কলেজ গেইট গোলচত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাছিমপুর ইউনিয়নবাসী ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সিরাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি মাদক-সন্ত্রাসীদের ভালো হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। শিবপুরের কোথাও যদি মাদক-সন্ত্রাসে কেউ জড়িত থাকে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ সেই সঙ্গে আগামী দিনে শিবপুরের বাবি উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে বলেও জানান তিনি।

শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা