× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাপক উৎপাদনের পরও রংপুরে চড়া সবজির দাম

রংপুর অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

 রংপুরের জায়গীরহাটে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার তোলা। প্রবা ফটো

রংপুরের জায়গীরহাটে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার তোলা। প্রবা ফটো

রংপুরে উৎপাদিত শীতকালীন সবজি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় গেলেও খোদ রংপুরেই শাকসবজির দাম চড়া। ফলে স্বস্তি ফেরেনি ক্রেতাদের। রংপুরে সবজির ব্যাপক উৎপাদন হওয়ার পরও এখানে দাম চড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। সবজির দাম বাড়ার পেছনে সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বৃদ্ধিকে দায়ী করেছেন কৃষকরা। সেই সাথে হাতবদলের পর মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার সবচেয়ে বড় সবজির হাট জায়গীরহাট ঘুরে দেখা যায়, তীব্র শীতের মধ্যেই সকালবেলা ক্ষেত থেকে নানা ফসল তুলে নিয়ে আসছেন কৃষকরা। সহস্রাধিক মানুষের পদচারণায় যেন পা ফেলার জায়গা নেই হাটে। এদিন এলাকার উৎপাদিত আলু কেজিপ্রতি ৩৬ টাকা, মিষ্টি কুমড়া ৩২, বেগুন ৫০, কালাই শিম ৫০, বারি শিম ৪০, করলা ৬০, গাজর ৩০, ফুলকপি ৩০, কাঁচা মরিচ ৫০, পেঁয়াজ ৬৪, আদা ২০০, টমেটো ৪০, প্রতি পিস লাউ ৫০, বাঁধাকপি ১০, শাকের মধ্যে ৩ আঁটি নাপাশাক ২৫ টাকা, লালশাক ২৫, প্রতি আঁটি পালং ১০, সবুজ শাক ১০, লাউ শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

মিঠাপুকুর জায়গীর নিশ্চিতপুর গ্রামের রাজা মিয়া ১০ বছর ধরে শাকসবজির ব্যবসা করে আসছেন। তিনি বলেন, ‘এইবার শাকসবজির দাম অনেক বেশি। গেল বছর এই সময় আলুর দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা ছিল। এই বছর ৩৬ টাকা কেজি বিক্রি। নতুন আলু বাজারে এলেও দাম বাড়ছে। সেজন্য কৃষকরাও বেশি দামে বিক্রি করছেন। বাজারে আলুর টান (চাহিদা) আছে। এজন্য কৃষকরা ভালো দাম পাচ্ছেন।’

দুই ভ্যান বাঁধাকপি নিয়ে এসেছেন ঈদলপুরের নুরুল হুদা। তিনি বলেন, ‘হাটে ১০ থেকে ১২ টাকা পিস বিক্রি হচ্ছে। দোকানিরা নিয়ে গিয়ে কেজিদরে এগুলো বিক্রি করবে। ওরা ভালো লাভ করে। প্রত্যেক পিস বাঁধাকপিতে দুই টাকা লাভ করেছি। মুহূর্তে সব বিক্রি হয়ে গেছে।’

বাতাসন এলাকার আলুচাষি মাহমুদুল হাসান বলেন, ‘এইবার আলু বাজারে কম উঠছে। তাই আমরা একটু ভালো দাম পাচ্ছি। এছাড়া আবহাওয়ার সমস্যার কারণে কীটনাশক বেশি দিতে হয়েছে। সার, কীটনাশকের দাম বেশি। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেচ খরচও বেড়েছে। তাই মিঠাপুকুরে আলু উৎপাদন হলেও দাম একটু চড়া। তবে দুই সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।’

বাজার করতে আসা মোকসেদা বেগম বলেন, ‘সবজির যে দাম, সবজির এলাকায় থেকে সবজি কিনতে পারি না। আলু, লাউ, শিম সবকিছুর দাম বেশি। কোনদিন যে দাম কমবে! আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে।’ 

এদিকে রংপুর নগরীর বৃহৎ বাজার সিটি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। এ বাজারে গেল সপ্তাহে কেজিপ্রতি আলু (এসটরিক্স) ৭২ টাকা, শিম ৬০, বেগুন ৬০, ফুলকপি ৪০, বাঁধাকপি ৩০, কাঁচা মরিচ ৬০, পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শীতকালীন শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। শাকসবজিসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা