× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপথগামীরা অর্থের জন্য বিরোধিতা করেছে : গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১১:৪২ এএম

উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রবা ফটো

উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রবা ফটো

নারায়ণগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বিপথগামীরা কখনই নৌকায় ভোট দেয়নি। অর্থের জন্য সবসময় বিরোধিতা করেছে। নৌকার বিরোধীরা অর্থের জোগান পেয়েছে বলেই কিছু ভোট পেয়েছে। আজকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে, সেটা আপনাদের বিজয়, জনগণের বিজয়, শেখ হাসিনার বিজয়। 

শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতৃবৃন্দের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকাকে জয়ী করতে তীব্র শীতের মধ্যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের জন্যই নৌকা বারবার বিজয়ী হয়। আজকের যারা নৌকার বিরোধিতা করে প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিগত সময় তাদের জন্য আমাকে গাড়ি দিতে হয়েছে, দিতে হয়েছে ব্যাংক লোনও। তারা নৌকা নিয়ে ব্যবসা করে। জনগণ তাদের চেনে বলেই ভোট দেয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, রূপগঞ্জের জনগণ বুঝেছে বলেই লুটেরাদের ভোট দেয়নি। ভোট দিয়েছে শেখ হাসিনার মার্কা নৌকায়। বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়ই বলে দেয়Ñ উন্নয়ন ও শান্তির জন্য বারবার গাজী সাহেবকে দরকার। 

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক আলহাজ মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম লীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহেদ আলী, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আনছর আলী, হাবিবুর রহমান হাবিব, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন, যুবলীগ নেতা এইচ এম ইমরান, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল কলি, হাজী এমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা শামসুল আলম, করিম পাঠান, জসিম উদ্দিন, হাফিজুর রহমান সজীব, মাসুম চৌধুরী অপু, আলহাজ বরকত উল্লাহ, আব্দুল আউয়াল, আবু দাউদ মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানজির আহমেদ রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা