× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে চার মাস

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ০৯:৩৭ এএম

পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে চার মাস ধরে থাকছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। প্রবা ফটো

পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে চার মাস ধরে থাকছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। প্রবা ফটো

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্সে গত বছরের সেপ্টেম্বর থেকে ঠাঁই নিয়েছেন এক নারী। মানসিক ভারসাম্যহীন এই নারী কেবল নিজের নাম ‘রুমা’ আর বাড়ি ‘আদালতে’; এটুকুই বলতে পারেন। হাসপাতাল কর্তৃপক্ষ, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে ‘রুমা’র স্বজনদের।

হাসপাতাল এলাকার একাধিক বাসিন্দা জানায়, গেল বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে হাসপাতাল চত্বরে দেখা মেলে রুমার। সে সময় কারও সঙ্গে কথাবার্তা বলতেন না তিনি। কিন্তু এখন মাঝেমধ্যে নাম জিজ্ঞেস করলে উত্তর দেন ‘রুমা’। বাড়ি কোথায়, জানতে চাইলে তেমন কোনো ধারণা না দিতে পারলেও কোনো আদালত এলাকার ইঙ্গিত করেন তিনি। তিনি সারা দিন বাইরে ঘোরাঘুরি করেন। খুব দ্রুত হাঁটাচলা করেন, তার সঙ্গে বেশি কথা বলার চেষ্টা করলে, রাগ করে অন্যত্র চলে যান। আর সব সময় বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করেন। এই তীব্র শীতেও তিনি শীতবস্ত্র ছাড়াই চলাফেরা করেন। স্থানীয় দোকানিরা মাঝেমধ্যে চা-বিস্কুট খেতে দেন রুমাকে। আর প্রতিদিন দুই বেলা ভাত খাওয়ান হাসপাতালের সামনের চা দোকানি হেদায়েত মিয়া।

তার পরিচয় চেয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এবং ‘শেরপুর ৭১’-এর সদস্যরা খাবার, শীতবস্ত্র ও কম্বল নিয়ে রুমার খোঁজ করেন।

ঝিনাইগাতী সদরের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির বলেন, ‘প্রথম দিকে অনেকেই তাকে গোয়েন্দা সংস্থার লোক ভেবেছিল। পরে আমাদের জানায় ব্যপারটি। আমরা এসে দেখি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরবর্তী সময়ে আমরা নিয়মিত ওই নারীর বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি, ইতোমধ্যে তাকে শুকনো খাবার ও শীতবস্ত্র দিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবীরা এরই মধ্যে ফেসবুকে রুমার ছবিসহ পরিচয় জানতে চেয়ে পোস্ট করেছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই আমরা তার পরিবারের খোঁজ বের করতে পারব।’

মানবাধিকার সংস্থা ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র জেলা সভাপতি আলমগীর আল আমিন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ পেয়ে আমরা ভয়েস অব ঝিনাইগাতীর নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছি। পরবর্তী সময়ে সরেজমিনে গিয়ে দেখে এসেছি। সামাজিক মাধ্যমে আমরা তার পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করেছি। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় ‘রুমা’ তার ঘরে ফিরে যাবে, এমনটাই আশা করছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী খাদিজাতুল জান্নাত বলেন, ‘রুমা মানসিকভাবে অসুস্থ। অনেক কিছুই সে মনে রাখতে পারে না। সকালের কথাও সে বিকালে বলতে পারে না। তার চিকিৎসা প্রয়োজন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, ‘গত কয়েক মাস ধরেই এই পরিত্যক্ত অ্যাম্বুলেন্সেই এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন রুমা। আমরা প্রাথমিক চিকিৎসা দিলেও তার প্রয়োজন মানসিক চিকিৎসাসেবা, যা আমাদের এখানে নেই। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার পরিবারের পরিচয় বের করার জন্য জানিয়েছি। উন্নত চিকিৎসাসেবা পেলেই হয়তো রুমা আবারও সুস্থ হয়ে উঠবেন। বিষয়টি জেলা হাসপাতালের ওসিসি ডিপার্টমেন্টকে জানানো হয়েছে।’

শেরপুর জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) জেলা কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী বলেন, ‘আমি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছ থেকে পরিচয়হীন ওই নারীর সম্পর্কে জেনেছি। ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। যেহেতু আমরা অসহায় নারীদের নিয়ে কাজ করি, আমাদের পক্ষ থেকে ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। তবে শেরপুরে যেহেতু সেফ হোম নেই, তাই তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা পেলে তাকে চিকিৎসা করানো সম্ভব।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘এই নারীর ঠিকানা ও স্বজনদের খোঁজা হচ্ছে। আমরা আশা করছি দ্রুতই স্বজনদের পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা