× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ২১:২০ পিএম

গতকাল ভুক্তভোগীরা মানববন্ধন করতে গেলে হাসপাতালের এক কর্মচারীর নেতৃত্বে হামলা করেন এবং মারধর করার অভিযোগ উঠে। প্রবা ফটো

গতকাল ভুক্তভোগীরা মানববন্ধন করতে গেলে হাসপাতালের এক কর্মচারীর নেতৃত্বে হামলা করেন এবং মারধর করার অভিযোগ উঠে। প্রবা ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলার আলো জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর ঘটনায় পাবনা সিভিল সার্জনের গঠিত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তদন্ত কমিটি আলো জেনারেল হাসপাতালে আসেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। 

এসময় অভিযোগ উঠা দুই চিকিৎসক হাসপাতালের মালিক ডা. মাসুমা আঞ্জুমা ডানা এবং তার স্বামী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামীমের বক্তব্য শোনেন। পরে ভুক্তভোগী অন্তঃসত্ত্বার স্বামী, শ্বাশুড়ি ও মাসহ স্বজনদের বক্তব্য শোনেন ও লিপিবদ্ধ করেন।

পাবনা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে আছেন কনসালটেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস, আব্দুল হাই, ডা. শামীমা সুলতানা পলি (গাইনি) ও ডা. মো. জহির (এ্যানেসথিয়ালাইজিস্ট)।

তদন্ত কমিটির প্রধান পাবনা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হলে বিষয়টি জানাতে পারব। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তের দায়িত্বে থাকা সকলের রিপোর্ট নিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি ঈশ্বরদী পৌর এলাকার ফজলে রাব্বির গর্ভবতী স্ত্রী অন্তরা খাতুনকে আলো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সন্ধ্যায় হাসপাতালের স্বতাধিকারী ডা. মাসুমা আঞ্জুমা ডানা এবং তার স্বামী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডা. শফিকুল ইসলাম শামীমের তত্ববধানে সিজার অপারেশন করা হয়। অপারেশনে কন্যা সন্তানের জন্ম হলেও রোগী অবস্থা আশঙ্কজনক হওয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাধ্যমেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, অজ্ঞান ভালোভাবে করা হয়নি। চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। বেলা ১২টার দিকে ফজলে রাব্বির নিজ বাড়ি সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলো জেনারেল হাসপাতালের সামনে গিয়ে মানববন্ধনের চেষ্টা করেন। এসময় আব্দুল্লাহ আল মামুনের নামে এক কর্মচারীর নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেন এবং মারধর করেন। পরে ঈশ্বরদী থানা ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

পরে পাবনা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানের নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন এবং তদন্ত কমিটি গঠন করেন।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করেও ডা. শফিকুল ইসলাম শামীমের বক্তব্য পাওয়া যায়নি। আর ভুক্তভোগী রোগীর স্বামী ফজলে রাব্বী বলেন, তদন্ত কমিটি আমাদের ডেকেছিল। আমরা আমাদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাব এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা