× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফলাফল বিশ্লেষণ

চট্টগ্রামে নৌকা প্রতীকে ভোট কমেছে ১৭ লাখ

সুবল বড়ুয়া, চট্টগ্রাম

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১১:৫০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চট্টগ্রামের ১৬টি আসনে বিগত দুই নির্বাচনের সঙ্গে তুলনা করলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ভোট কমেছে। ছেড়ে দেওয়া দুই আসন ছাড়া চট্টগ্রামের ১৪টি আসনে নৌকা প্রতীকে এবার ১৭ লাখ ৩৮ হাজার ভোট কম পাওয়ার চিত্র উঠে এসেছে। 

নৌকায় ভোট কম পাওয়া প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে একাধিক আওয়ামী লীগ নেতা কোনো মন্তব্য করতে চাননি। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শীতকাল হওয়ায় অনেক বয়স্ক ভোটার ভোট দিতে যাননি। তাই কিছুটা ভোট কম পড়েছে।’ 

এবারের নির্বাচনে প্রাপ্ত ভোটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক লাখ ৪৫ হাজার ৬২ ভোট পড়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ আসনে পেয়েছিলেন ২ লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট। গত নির্বাচনের চেয়ে এবার এক লাখ ৭৭ হাজার ভোট কম পড়েছে নৌকায়। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মোট এক লাখ ৪৯ হাজার ৪৬৫ ভোট পড়েছে। নৌকা প্রতীকের খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন এক লাখ ৬৮৫ ভোট। আগের নির্বাচনে এ আসনে নৌকার প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছিলেন দুই লাখ ৩৮ হাজার ৪৩০ ভোট। গত নির্বাচনের চেয়ে যা এক লাখ ৩৮ হাজার কম।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ৮৭ হাজার ৫৮১ ভোট পড়েছে। নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট। একই প্রার্থী বিগত নির্বাচনে নৌকা প্রতীকে পেয়েছিলেন এক লাখ ৬২ হাজার ৩৫৬ ভোট। গত নির্বাচনের চেয়ে যা এক লাখ ৮ হাজার কম।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে পড়া এক লাখ ৫৮ হাজার ৯৪৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী এসএম আল মামুন পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। এ আসনে গত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দিদারুল আলম পেয়েছিলেন দুই লাখ ৬৬ হাজার ১১৮ ভোট। গত নির্বাচনের চেয়ে এবার এক লাখ ২৪ হাজার ভোট কম পড়েছে নৌকায়।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুই লাখ ৩২ হাজার ১০৮ ভোট পড়েছে। নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। গত নির্বাচনে এ প্রার্থী নৌকা নিয়ে পেয়েছিলেন দুই লাখ ৩০ হাজার ৪৭১ ভোট, যা গতবারের চেয়ে প্রায় ৩২ হাজার কম। 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে পড়া ২ লাখ ১৭ হাজার ৩৮০ ভোটের মধ্যে নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। গত নির্বাচনে তিনি ২ লাখ ৩০ হাজার ১৫৫ ভোট। এ হিসেবে গত নির্বাচনের চেয়ে প্রায় ৩০ হাজার ভোট কম পড়েছে নৌকায়।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে এক লাখ ৪০ হাজার ৮৭৪ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। নৌকা প্রতীকে একই প্রার্থী গতবার পেয়েছিলেন দুই লাখ ২৩ হাজার ৬১৪ ভোট। একাদশ সংসদ নির্বাচনের চেয়ে যা প্রায় ৯৭ হাজার কম।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ভোট পড়েছে এক লাখ ৫ হাজার ১৩৪। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। এ আসনে গেলবার একই প্রতীকে ডা. আফছারুল আমিন পেয়েছিলেন দুই লাখ ৮৭ হাজার ৪৭ ভোট। এ হিসেবে গত নির্বাচনের চেয়ে এবার নৌকায় ভোট কম পেড়েছে দুই লাখ ২৭ হাজার।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এক লাখ ২ হাজার ৬২৯ ভোটের মধ্যে নৌকা প্রতীকে এমএ লতিফ পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট। একই প্রার্থী এ আসনে গতবার পান দুই লাখ ৮৩ হাজার ২০৪ ভোট। এবার দুই লাখ ৩২ হাজার ভোট কম পড়েছে নৌকায়।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোট এক লাখ ৬৮ হাজার ৭৮৮ ভোট পড়েছে। নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী পেয়েছেন এক লাখ ২০ হাজার ৩১৩ ভোট। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এ আসন থেকে সামশুল হক চৌধুরী পেয়েছিলেন এক লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট। গত নির্বাচনের চেয়ে এবার ৬০ হাজার ভোট কম পড়েছে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে দুই লাখ ৩ হাজার ৯২১ ভোটের মধ্যে নৌকা প্রতীকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট। এ আসনে একাদশ নির্বাচনে একই প্রার্থী পেয়েছিলেন দুই লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট। গত নির্বাচনের চেয়ে নৌকায় এবার প্রায় ৫৬ হাজার ভোট কম পড়েছে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ১৭ হাজার ২৭০। নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১ হাজার ১২৫ ভোট। আসনটিতে গতবার একই প্রার্থী নৌকায় পেয়েছিলেন এক লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট। এবার এক লাখ ১৮ হাজার ভোট কম পড়েছে নৌকায়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে এক লাখ ২৯ হাজার ৩৬৩ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯ হাজার ৯৫২ ভোট। একই প্রার্থী গত নির্বাচনে এ আসনে পেয়েছিলেন দুই লাখ ৫৯ হাজার ৩৭৫ ভোট। গত নির্বাচনের চেয়ে এবার দুই লাখ ২০ হাজার ভোট নৌকায় কম পড়েছে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ২৯ হাজার ২২৩। নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৩১৩ ভোট। যদিও নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করায় এসব ভোট বাতিল দেখানো হয়। আসনটিতে গতবার একই প্রার্থী নৌকায় পেয়েছিলেন এক লাখ ৭৫ হাজার ৩৫৭ ভোট। গত নির্বাচনের চেয়ে এবার কম পেয়েছেন এক লাখ ৪০ হাজার ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা