× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারের চ্যালেঞ্জ বেকারদের জন্য কর্মসংস্থান : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫৩ পিএম

টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

টাঙ্গাইল-১ আসনে টানা পাঁচ বার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী, পৌর পরিষদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কৃষিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মধুপুর-ধনবাড়ী উপজেলার গণমানুষের ভালোবাসা সারাজীবন মনে থাকবে। আমার পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। মধুপুর ধনবাড়ী  হবে শান্তির। সকলে মিলে মিশে আধুনিক মধুপুর ধনবাড়ী গড়তে চাই। গারো কোচ হিন্দু বৌদ্ধসহ সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করব। এ দেশ সবার। সবাই আমাকে ভোট দিয়েছে। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানান।’ 

আব্দুল রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ফোরলেন রাস্তা দৃশ্য মান। পদ্মা সেতু দৃশ্য মান। রৃপপুর বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর দৃশ্যমান। বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কৃষি স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিনসহ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা