ইউপিডিএফের বিবৃতি
রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:৩৪ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:৪০ এএম
পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের মাধ্যমে ‘নির্দলীয় নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন’ দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রবিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা ভোট বর্জন করায় পার্বত্যবাসীকে
ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পাহাড়ে দীর্ঘদিনের অন্যায়, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের
বলিষ্ঠ প্রতিবাদ; অত্যাচারী শাসকদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণরায় ঘোষণা।
বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি পার্বত্য চট্টগ্রামের
গণতান্ত্রিক লড়াই সংগ্রামে ভোট বর্জনকে এক অভূতপূর্ব ও নজিরবিহীন মন্তব্য করে
বলেন, এটি হচ্ছে ইউপিডিএফসহ আন্দোলনকারী গণসংগঠন ও জনগণের সুদৃঢ় ঐক্যের
বহিঃপ্রকাশ।
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘প্রহসন, ভোটারবিহীন ও জনগণ কর্তৃক
প্রত্যাখ্যাত নির্বাচন’ আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার
বিন্দুমাত্র নৈতিক ভিত্তি নেই।
সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবৈধ
শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের
জন্য নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি
জানান।