× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে : আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২১:৫৬ পিএম

কসবা উপজেলার পানিয়ারুপ প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

কসবা উপজেলার পানিয়ারুপ প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

ভোটের দিন মানুষ বিএনপির দেওয়া হরতাল প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

রবিরার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ কেন্দ্র কসবা উপজেলার পানিয়ারুপ প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভোটাধিকার প্রয়োগ করা আনন্দের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত। আমি আরও আনন্দিত যে, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছে। জনগণ যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ-এটি তারই চিহ্ন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় আজকের আমাদের যে ভোট সে ভোট হচ্ছে গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশাআল্লাহ, বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করব। মানুষ গাড়ি-রিকশায় করে ভোট দিতে আসছে। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। হরতাল প্রত্যাখ্যান করেছে। 

নির্বাচনের পর বিএনপির অসহযোগ আন্দোলনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। অন্যায় অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কি না তারাই জানে। আমি বলব, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন তারা অবশ্যই ভুল করেছেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা