× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে বললেন রংধনু গ্রুপের চেয়ারম্যান

ভোটের মাধ্যমে ভূমিদস্যুদের প্রত্যাখ্যান করছে রূপগঞ্জবাসী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম

নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসী উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে ভূমিদস্যুদেরকে প্রত্যাখ্যান করেছে। বিগত সময়ে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও কিছু উন্নয়ন বাকি আছে। নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিজয়ী হলে সেসব উন্নয়ন সম্পন্ন হবে। নতুন নতুন উন্নয়ন প্রকল্প রূপগঞ্জে নেওয়া হবে। 

রবিবার (৭ জানুয়ারি) রূপগঞ্জের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি এই কেন্দ্রের ভোটার, এই গ্রামেরই সন্তান। ভোটের উৎসবমুখর পরিবেশ দেখে ভালো লাগছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। মানুষ ভোট দেওয়ার জন্য সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়েছে। এই আসন থেকে নৌকা বিপুল ভোটে জয়ী হবে, ইনশাআল্লাহ।’

এক প্রশ্নের জবাবে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, এখানে ত্রিমুখী একটা লড়াই হচ্ছে। এখানে তৈমুর আলম খন্দকার তৃণমুল বিএনপির মহাসচিব, আরেকজন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। তিনি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলেন। যাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ। ফলে এই আসনে একটা ত্রিমুখী লড়াইয়ের মত। তবে জনগণ নৌকাকে বেছে নিয়েছে। তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিচ্ছে এটা আমার বিশ্বাস।’ 

ভূমিদস্যুদের এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবার ভোটের মধ্যেমে সাধারণ মানুষ ভূমিদস্যুদের প্রত্যাখ্যান করছে। এতে রূপগঞ্জ বাঁচাবে। নৌকায় ভোট দিলে ভূমিদস্যুদের প্রতিহত করা যাবে। সারা দেশে নৌকা বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’ 

শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে মোশা নৌকার ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে– এ প্রসঙ্গে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘মোশা একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। মোশা একটি ভূমিদস্যু লুটেরা গ্রুপের পক্ষ হয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা, প্রশাসনের লোকজন সতর্ক আছেন। আশা করছি মোশা ও তার সন্ত্রাসী বাহিনী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।’ 

আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় আপনি সন্তুষ্ট কি না– জবাবে আলহাজ রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন যথেষ্ট তৎপর আছেন। তারা নিরপেক্ষভাবে কাজ করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘রূপগঞ্জে বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে। আমরা গোলাম দস্তগীর গাজীকে বিজয় করার মাধ্যমে নারায়ণগঞ্জ-১ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব, ইনশাআল্লাহ।’

রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘ভূমিদস্যুরা অবৈধ টাকা নিয়ে মাঠে নেমেছে, তারা বিপুল টাকা বিতরণ করছে। টাকা বিতরণের সময় কয়েকজন ধরাও পড়েছে। টাকা দিয়ে রূপগঞ্জবাসীকে কেনা যাবে না। রূপগঞ্জবাসী ভোট নৌকাতেই দিবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা