× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে ডেপুটি স্পিকার বললেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত’

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:১৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:৫১ পিএম

ভোট দিচ্ছেন শামসুল হক টুকু। প্রবা ফটো

ভোট দিচ্ছেন শামসুল হক টুকু। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পাবনা-১ আসনে নৌকার প্রার্থী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেড়ার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকাকে কেউ পরাজিত করতে পারবে না।’

তিনি আরও বলেন, মানুষ আগুনসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন দিশাহারা হয়ে ট্রেনে ও বাসে নাশকতা করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও ভোট ঠেকাতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না।

এদিকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে ১৩টি ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। সব মিলিয়ে ছয়জন প্রার্থী ভোটে লড়াই করছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৬১৬ জন। পুরুষ ২ লাখ ২০ হাজার ১৯১, নারী ২ লাখ ১১ হাজার ৪২৪ আর তৃতীয় লিঙ্গের একজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা