× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে একটি কেন্দ্রে দুই ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:৫২ এএম

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রবা ফটো

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রবা ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি কেচিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ৫৮৫ জন ভোটার ভোট দিয়েছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল গনি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭ জন। সকাল ১০টা পর্যন্ত ৫৮৫ জন ভোট দিয়েছেন; যা মোট ভোটারের প্রায় ১৯ দশমিক ৪৫ শতাংশ।’

চট্টগ্রাম-১৩ আসনের এ কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিচ্ছে। এ আসনে মোট আটজন প্রার্থী থাকলেও এ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও ঈগল প্রতীকের সামশুল হক চৌধুরী ছাড়া আর কারও এজেন্টের দেখা মেলেনি। তবে দুই পক্ষের এজেন্টদেরই ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি দেখা গেছে।

ভোটকেন্দ্রের সামনে কথা হয় রেণু চক্রবর্তী নামে এক ভোটারের সঙ্গে। ৭৫ বছর বয়সি রেণু চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোনো অসুবিধা হয়নি।’

তবে ভিন্ন চিত্র দেখা গেছে একই আসনের রাহাত আলী স্কুল কেন্দ্রে। ওই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। সেখানে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের এজেন্টদের বের করে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

সকাল ৮টায় ঈগল প্রার্থীর এজেন্ট মুস্তফা কেন্দ্রে গেলে নৌকার সমর্থকরা তাকে মারধর করে বের করে দেন। এরপর ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। ঈগলের প্রধান নির্বাচন সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী এ অভিযোগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা