× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদী-৩

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও সমর্থকের বাড়িতে ভাঙচুর, আহত ১০

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২২:০৯ পিএম

মিরাজুল ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। প্রবা ফটো

মিরাজুল ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। প্রবা ফটো

নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী ক্যাম্প ও কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের মধ্যে মিরাজুল ভূঁইয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (৬ জানুয়ারি) বিকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন দরগারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত মিরাজুল ভূঁইয়া দরগারবন্দ এলাকার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ভূঁইয়ার ছেলে এবং তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে কর্মরত আছেন বলেন জানা গেছে। 

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা বলেন, ‘আজ বিকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল, শিমুলিয়া এলাকার সাবেক মেম্বার মোক্তার ও লাখপুর এলাকার নাসির মেম্বার ও  লতিফের বাড়িতে নৌকার সমর্থকরা হামলা চালায়। এ সময় আহত হয় অন্তত ১০ জন। আহতদের মধ্যে মিরাজুল ভূঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে। আহতদের শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত ডাক্তার মিরাজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগের দিন এ ধরনের ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে নৌকার সমর্থকরা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করে দোষীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিপি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান জানান, ‘নৌকার সমর্থকরা কারও বাড়িঘর বা ক্যাম্প ভাঙচুর করেনি। বরং স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য নাটক সাজিয়েছেন। সিরাজুল ইসলাম মোল্লাই ঘোষণা দিয়েছেন কয়েকটা মার্ডার করে হলেও তিনি এবার এমপি নির্বাচিত হবেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা