× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-৪

স্বতন্ত্র প্রার্থীর নামে নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২০:৩১ পিএম

এই লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। সংগৃহীত ছবি

এই লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। সংগৃহীত ছবি

নির্বাচনের আগের দিন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের নামে পদত্যাগের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। ভোটের দুই দিন আগে থেকে ওই নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়ানো হয় বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ। 

শনিবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নির্বাচনে তার প্রতীক ঈগল।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘দুই দিন ধরে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভুয়া পোস্টার ছড়িয়ে দিয়েছে একটি পক্ষ। এসব পোস্টারে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেনআমার কাছে ৩০০ লোক আছে। কিন্তু নৌকাপ্রত্যাশী ৩ হাজার ৩০০। তাই বলব, আমি ৩০০ জনকে নৌকা দিয়েছি। তোমরা যদি নির্বাচনে জয়ী হতে পার, এতে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। কিন্তু আমাদের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করতে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আতঙ্কিত করছে। রাজী ফখরুলের নেতা আবুল কাশেম ওমানী আমার ছেলেদের আটকে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছি। যাই করুক দেবিদ্বারের মানুষ জানে এসব কুচক্রী মহল এর আগেও বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা অপবাদ রটিয়ে কোনো অসুবিধা করতে পারেনি। এবারও পারবে না। ঈগলের বিজয় নিশ্চিত।’

তবে লিফলেট ছাপানোর কথা অস্বীকার করেছেন রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী। তিনি বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোক ছাপায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা